• samity@bcs.org.bd
  • |
  • +880 9614 11 12 13

বিসিএস রংপুর শাখার ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

০৬ ডিসেম্বর ২০২৩, বুধবার দুপুর ২টায় রংপুরের আর.কে.রোডের হোটেল স্কাই লনে বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখার ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বর্ণিত বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখার চেয়ারম্যান জনাব মো. মোকছেদুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় বিসিএস রংপুর শাখার সেক্রেটারি জনাব মো. ফেরদৌস নুর, জয়েন্ট সেক্রেটারি জনাব কাজী মোহাম্মদ রাফী, কোষাধ্যক্ষ জনাব মো. নূর-ই-আলম সিদ্দিকী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. জুনাইদ হোসেন আজাদ ও জনাব মো. রাশেদ আলমগীর উপস্থিত ছিলেন।
 
বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া রংপুর শাখার এজিএম এ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সভায় রংপুর বিসিএস সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কেন্দ্রীয় অতিথিদের বরণ করে নেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিসিএস রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
 
বিসিএস, রংপুর শাখার ২য় বার্ষিক সাধারণ সভা শেষে নতুন সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।