• samity@bcs.org.bd
  • |
  • +880 9636 11 12 13

বিসিএস সদস্যদের জন্য প্রাভা হেলথ দিবে ২০ শতাংশ ছাড়

বিসিএস সদস্যদের জন্য প্রাভা হেলথ দিবে ২০ শতাংশ ছাড়
 
বাংলাদেশের সর্ববৃহৎ আইটি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সঙ্গে অনলাইন/অফলাইন চিকিৎসা সেবা প্রদানকারী প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের (পিএইচবিএল) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে বিসিএসের সকল সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ ২০ শতাংশ ছাড়ে ল্যাবরটরি, ইমেজিং এবং প্যাথলজি টেস্ট এবং অন্যান্য সেবাগুলো কর্পোরেট রেটে উপভোগ করতে পারবেন।
 
বিসিএস এর পক্ষে বিসিএস মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া এবং পিএইচবিএল এর পক্ষে বিপণন এবং কর্পোরেট সেলস প্রধান জনাব সাফাত আলী চয়ন এমসিআইএম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিসিএস এর ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) জনাব মো. হাসানুজ্জামান, প্রাভা হেলথ এর সিনিয়র একাউন্ট ম্যানেজার জনাব অনিরুদ্ধ সুর এবং মার্কেটিং এক্সিকিউটিভ জনাব নুসরাত আহমেদ উপস্থিত ছিলেন।
 
চুক্তি অনুসারে, বিসিএসের সকল সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ (অনুর্ধ্ব ৪০) ১২টি গুরুত্বপূর্ণ টেস্ট মাত্র ৯৮১০/- করার সুযোগ পাবেন। চলতি মাস থেকেই বিসিএস সদস্যরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

Share On: